Homeদেশের গণমাধ্যমেপরীর প্রথম ওয়েব সিরিজ: ট্রেলারেই বাজিমাত

পরীর প্রথম ওয়েব সিরিজ: ট্রেলারেই বাজিমাত

[ad_1]

বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে।

এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমণি। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। 

বলা দরকার, এই কাজের মাধ্যমে ওটিটি সিরিজে অভিষেক ঘটলো চিত্রনায়িকা পরীমণির। অনুষ্ঠানে অনম বিশ্বাস

প্রতীক্ষিত সেই ‘রঙিলা কিতাব’-এর ট্রেলার প্রকাশ্যে এলো এবার। জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে ২৯ অক্টোবর বিকালে ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেয়া হয় এই সিরিজের প্রথম ঝলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরী মণি, মনোজ প্রামাণিক ও গায়ক ইমরান মাহমুদুলসহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

টান টান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে সিরিজটি জুড়ে। যা ট্রেলার থেকেই অনুমান করা যাচ্ছে। তারচেয়ে বড় বিষয়, ট্রেলারটি প্রকাশের পর অন্তর্জালে চলছে দর্শক-সমালোচকদের মুগ্ধ প্রতিক্রিয়া।

ট্রেলার:

এদিকে অনুষ্ঠানে হাজির থেকে পরিচালক অনম বিশ্বাস বেশ আশাবাদী তার নির্মিত নতুন এই সিরিজটি নিয়ে। তিনি বলেন, ‘সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী-সহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’

পরীমণি শুরু থেকেই তার এই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড। তিনি বলেন, ‘‘রঙিলা কিতাব’ আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা।’’

অনুষ্ঠানে টিম ‘রঙিলা কিতাব’ অন্য কাজের শুটিং ব্যস্ততার কারণে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও তিনি বেশ আনন্দিত। ইমরান জানান, এই সিরিজে সবার প্রচেষ্টা ছিল এক বিশেষ বার্তা তুলে ধরার। তিনিও আশা করছেন, দর্শকরা এই গল্পের সাথে যুক্ত হতে পারবে।

‘রঙিলা কিতাব’ ৮ নভেম্বর আসছে হইচই-এ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত