[ad_1]
কাছে গেলে যে কাউকেই মুগ্ধ করবে পুরো বিলের সৌন্দর্য। শাপলার লতাপাতায় ঢাকা পড়েছে বিলের পানি। শাপলার ডগায় নাচছে ফড়িং। ফুটে থাকা শাপলা ফুলের পাতায় বসে কিচিরমিচির করছে পরিযায়ী পাখি। মানুষের উপস্থিতি টের পেলেই পাখিগুলো আকাশ উড়ে আগত মানুদেরই যেন অভ্যর্থনা জানায়। খানিক পরপরই চোখে পড়বে বিলের হাঁটুপানিতে শাপলা-শালুক তুলছে গ্রামের শিশু-কিশোরেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর, উৎমাছড়া, তুরংছড়া দেখতে অনেক পর্যটকই আসেন। তবে সড়কের পাশে রামাইল বিলের সৌন্দর্য অনেকের কাছে অচেনা। বিলটি হতে পারে কোম্পানীগঞ্জের আরও একটি দর্শনীয় স্থান। সাদাপাথর দেখতে আসা পর্যটকেরা চাইলে এখানে নেমে রামাইল বিল ঘুরে দেখতে পারেন।
[ad_2]
Source link