Homeদেশের গণমাধ্যমেপহেলা বৈশাখে কারাবন্দিদের জন্য থাকছে পান্তা-ইলিশসহ নানান আয়োজন

পহেলা বৈশাখে কারাবন্দিদের জন্য থাকছে পান্তা-ইলিশসহ নানান আয়োজন

[ad_1]

আগামীকাল বাংলা বছরের (১৪৩২ সালের) প্রথম দিন পহেলা বৈশাখ। এদিন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে দেশবাসী। অন্যদের পাশাপাশি এই বর্ষবরণের উৎসবে মেতে থাকবেন কারাবন্দিরাও। তাদের জন্য থাকছে পান্তা-ইলিশসহ নানান ধরনের উন্নতমানের খাবার, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখ-১৪৩২ উপলক্ষে ঢাকা বিভাগের কারাগারগুলোতে বন্দি ও স্টাফদের জন্য দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকালে বন্দিদের মধ্যে দেশীয় ঐতিহ্যবাহী নাস্তা হিসেবে পান্তা, ইলিশ ও বিভিন্ন ভর্তা।

দুপুরে থাকবে বিশেষ খাবার। বিকেলে বন্দিদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে বিশেষ খাবার সরবরাহ করা হবে।

পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে ৮টায় কেরানীগঞ্জ কারাগারে আরপি গেটে বন্দিদের আত্মীয়-স্বজনকে ওয়েলকাম ড্রিংকস, বৈশাখী হাত পাখা বিতরণ, বাচ্চাদের মধ্যে চরকি ও বৈশাখী ক্যাপ, বেলুন ও ভুভুজেলা বিতরণ করা হবে।

কারাগারে কর্মরত স্টাফ ও তাদের পরিবার পরিজনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে সকাল ৯টায় আবাসিক এলাকার মাঠ থেকে বৈশাখী র‍্যালি শুরু হবে। র‍্যালিটি কারাগারের সামনে থেকে আরপি গেট প্রদক্ষিণ করে শেডের সামনে দিয়ে কারারক্ষী ব্যারাক হয়ে আবাসিক এলাকার মাঠে গিয়ে শেষ হবে।

র‍্যালির সিকোয়েন্স যথাক্রমে ব্যানার পার্টি, কুলা পার্টি, গ্রামীণ ইতিহাস ঐতিহ্য ধারণ পার্টি, ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, শাড়ি পার্টি ও পাঞ্জাবি পার্টি থাকবে।

সকাল সাড়ে ৯টায় র‍্যালি শেষে সব স্টাফের পরিবারসহ আবাসিক এলাকার মাঠের প্যান্ডেলে পান্তা-ইলিশ খাবেন। এরপর প্রধান ফটকের সম্মুখে কারারক্ষীদের অংশগ্রহণে থাকবে দেশীয় ঐতিহ্যের ডিসপ্লে। দুপুরে শুধুমাত্র স্টাফদের জন্য থাকবে উন্নতমানের খাবার বিতরণ।

সন্ধ্যায় আবাসিক এলাকার মাঠে বৈশাখী আমেজে ফারজানা বিথীর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান আকর্ষণ শিল্পী কোনাল ও লুইপা। এছাড়া থাকছে আকর্ষণীয় র‍্যফেল ড্র।

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের মোট ১৭ কারাগার ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে।

আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে— ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরে চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, দেশের সব কারাগারেই পহেলা বৈশাখ উৎসবে মেতে থাকবেন বন্দিরা। খাবেন উন্নত মানের খাবার।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত