Homeদেশের গণমাধ্যমেপাঁচশ ছাড়িয়ে চায়ের বিরতিতে দক্ষিণ আফ্রিকা

পাঁচশ ছাড়িয়ে চায়ের বিরতিতে দক্ষিণ আফ্রিকা

[ad_1]

স্কোর: প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৩৫ ওভারে ৫২৭/৬ (মুথুসামি ৪৫*, মুল্ডার ৭২*; মারক্রাম ৩৩, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, ডি জর্জি ১৭৭, ভেরেইন ০, রিকেলটন ১২)

প্রথম সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ নড়বড়ে করে দিতে পেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেও নাহিদ রানার বলে পড়েছে ষষ্ঠ উইকেট। তার পর অবশ্য আর উইকেট নিতে পারেনি স্বাগতিকরা। পারেনি রানের চাকা থামাতে। তাতে চায়ের বিরতিতে যাওয়ার আগে সপ্তম উইকেট জুটিতে রানের পাহাড়ে চড়েছে সফরকারী দল। দ্বিতীয় সেশন নিজেদের করে নেওয়া প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ৫২৭ রান। শতরান ছাড়িয়েছে সেনুরান মুথুসামি ও ভিয়ান মুল্ডারের জুটি। মুল্ডার ৭৮ রানে ব্যাট করছেন। মুথুসামি ব্যাট করছেন ৪৭ রানে। এই জুটি অবিচ্ছিন্ন ১০৪ রানে।    

নিয়মিত বোলারদের দিয়ে উইকেট ফেলতে ব্যর্থ হয়ে অবস্থা এমন দাঁড়ায় যে, ব্যাটার মাহমুদুল হাসান জয়কেও আক্রমণে আনেন শান্ত। তাও আবার দুই বছর পর! 

সপ্তম উইকেটে প্রোটিয়াদের প্রতিরোধ, মুল্ডারের ফিফটি

ডি জর্জি, বেডিংহ্যামের পর প্রতিরোধ দুর্বল ছিল প্রোটিয়াদের। সপ্তম উইকেটে অবশ্য প্রতিরোধ গড়ে খেলছেন সেনুরান মুথুসামি ও ভিয়ান মুল্ডার। পঞ্চাশ ছাড়িয়েছে তাদের জুটি। এই জুটিতে ভর করেই সফরকারীরা পাঁচশ রানের দিকে ছুটছে। ৮৩ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন মুল্ডার। সিরিজে এটি তার দ্বিতীয়। তাকে সঙ্গ দিচ্ছেন মুথুসামি। 

বিরতি থেকে ফিরেই রানার শিকার রিকেলটন

লাঞ্চ বিরতির আগেই প্রোটিয়াদের ইনিংসে মিনি ধস নামিয়েছিলেন তাইজুল ইসলাম। লাঞ্চের পর রায়ান রিকেলটনকেও বেশি দূর যেতে দেননি নাহিদ রানা। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই রানার বলে এজ হয়ে মাহিদুলের গ্লাভসবন্দি হয়েছেন প্রোটিয়া ব্যাটার। ফেরার আগে ১২ রান করেছেন তিনি।   

৫ উইকেট নিয়েছেন তাইজুল। তাইজুলের ৫ উইকেট, ৪১৩ রান নিয়ে লাঞ্চে দ.আফ্রিকা

দ্বিতীয় দিন সকালে বেডিংহ্যাম-ডি জর্জি যেভাবে প্রতিরোধ গড়েছিলেন তাতে ৫৫০ প্লাস স্কোর সম্ভাব্য মনে হচ্ছিল। কিন্তু প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টাতেই দৃশ্যপটে বদল আনেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে হালকা ধস নামে ব্যাটিংয়ে। যার মধ্যে ১১৬ রানের জুটি উপহার দেওয়া বেডিংহ্যাম,সেঞ্চুরিয়ান ডি জর্জির উইকেটও ছিল। ৫ রানের মধ্যে বেডিংহ্যাম, ডি জর্জি, ভেরেইনকে ফিরিয়ে তিন উইকেট নিয়ে আবার ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। তাতে প্রোটিয়াদের পথ চলায় কাঁটা বিছিয়ে দিতে পারার স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। লাঞ্চের আগে ৫ উইকেটে ৪১৩  রান নিয়ে দক্ষিণ আফ্রিকা এই সেশন শেষ করেছে। ব্যাট করছেন ভিয়ান মুল্ডার (১২) ও রায়ান রিকেলটন (১১)। 

এই সেশনে ১০৬ রান যোগ হয়েছে। পড়েছে ৩ উইকেট। 

তাইজুলের পঞ্চম শিকার ভেরেইন

তৃতীয় উইকেট জুটি ভাঙার পরেই প্রতিরাধ দুর্বল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার। ৫ রানে এক তাইজুলের আঘাতেই পড়েছে তিন উইকেট! সেঞ্চুরিয়ান ডি জর্জির আউটের পর এক ওভার বিরতি দিয়ে এবার নতুন ব্যাটার কাইল ভেরেইনকে বিদায় দিয়েছেন তিনি। এলবিডাব্লিউ হয়ে প্রোটিয়া ব্যাটার আউট হন শূন্য রানে। রিভিউ নিয়েও কিছু হয়নি। যা ছিল তাইজুলের পঞ্চম উইকেট। প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।    

ডি জর্জিকেও থামালেন তাইজুল

প্রথম ঘণ্টায় সাফল্য ছিল না বাংলাদেশের। শেষ ঘণ্টাতেই আঘাত হানলেন তাইজুল। তার আঘাতে সাজঘরে ফিরেছেন দুই সেট ব্যাটার। তাইজুলের আঘাতে ৯৯তম ওভারে ভাঙে ১১৬ রানের জুটি। বোল্ড হন বেডিংহ্যাম। একওভার বিরতি দিয়ে এবার টনি ডি জর্জিকে থামান তিনি। গতকাল থেকে প্রোটিয়াদের ইনিংস এগোচ্ছিল তার ব্যাটিংয়ে। দেড়শ রান পার হয়ে দুইশর লক্ষ্যে খেলছিলেন ডি জর্জি। তাকে ১৭৭ রানে এলবিডাব্লিউ করেন তাইজুল। ডি জর্জি রিভিউ নিয়েও শেষ রক্ষা করতে পারেননি।    

তাইজুলের আঘাতেই ভাঙলো ১১৬ রানের জুটি

গতকাল থেকেই প্রতিরোধ গড়ে খেলছিলেন ডেভিড বেডিংহ্যাম ও টনি ডি জর্জি। যার নেতৃত্বে ডি জর্জি। দ্বিতীয় দিন সকালেও বাংলাদেশকে হতাশ করে শতরান ছাড়ানো জুটি গড়েন তারা। ঘণ্টা পার হওয়ার পর এই জুটিও ভেঙেছেন আগের দুই উইকেট নেওয়া তাইজুল। আগের বলে ছয় মারা বেডিংহ্যাম দ্বিতীয় ডেলিভারিতে বলের লাইন মিস করেছেন। তাতে লেগ স্টাম্প  উপড়ে যায় তার। হাফসেঞ্চুরি করা বেডিংহ্যাম ৭৮ বলে আউট হয়েছেন ৫৯ রানে।  

ডি জর্জি-বেডিংহ্যাম জুটি শতরান ছাড়ালো

গতকাল থেকে অবিচ্ছিন্ন টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যাম। দ্বিতীয় দিন সকালে প্রথম ঘণ্টাতেও তাদের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ। তৃতীয় উইকেটে শতরান ছাড়িয়েছে তাদের জুটি। ডি জর্জি দেড়শ রান ছাড়িয়েছেন। বেডিংহ্যাম পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। তিনি ফিফটি তুলে নিয়েছেন ৭০ বলে। 

ডি জর্জি-বেডিংহ্যাম জুটি পঞ্চাশ ছাড়ালো

গতকাল থেকে প্রতিরোধ গড়ে খেলছেন সেঞ্চুরিয়ান টনি ডি জর্জি। বেডিংহ্যামকে সঙ্গে নিয়ে গড়েছেন নতুন জুটি। দ্বিতীয় দিন সকালে ৮৭তম ওভারে পঞ্চাশ ছাড়িয়েছে এই জুটি। তাতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে সফরকারী দল।

ভালো কিছুর আশায় দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের   

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আক্ষরিক অর্থেই বাংলাদেশের ওপর কর্তৃত্ব করেছে দক্ষিণ আফ্রিকা। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে। ট্রিস্টান স্টাবস ১০৬ রানে আউট হলেও যে টনি ডি জর্জিকে মাহিদুল ৬ রানে জীবন দিয়েছেন তার সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়ারা বড় সংগ্রহের দিকে ছুটছে। প্রথম দিন মাত্র দুটি উইকেট নিতে পারা বাংলাদেশ দ্বিতীয় দিন ভালো কিছুর আশায় মাঠে নেমেছে। 

আগের দিন আলোর স্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ছিল প্রথম ইনিংসে ২ উইকেটে ৩০৭ রান। মাঠে গড়িয়েছে ৮১ ওভার। প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া ডি জর্জি ১৪১ রান নিয়ে দিন শুরু করেছেন। ১৮ রানে মাঠে নেমেছেন ডেভিড বেডিংহ্যামও। গতকাল দুটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত