Homeদেশের গণমাধ্যমেপাঁচ দশকে রেকর্ড শীত দেখলো কাশ্মীর, জমে বরফ ‘ডাল লেক’

পাঁচ দশকে রেকর্ড শীত দেখলো কাশ্মীর, জমে বরফ ‘ডাল লেক’

[ad_1]

পাঁচ দশকের মধ্যে রেকর্ড শীত দেখলো ভারতশাসিত জম্মু ও কাশ্মীর। সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা ১৯৭৪ সালের পর সর্বনিম্ম। তীব্র ঠান্ডায় জমে গেছে অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি। শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় সংমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

বরফের চাদরে ঢেকে যাওয়ায় লেকে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। তাপমাত্রা আরও কমবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি। সেইসঙ্গে তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

প্রবল ঠান্ডায় অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, মোটর জমে যাওয়ায় স্বাভাবিক পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

রবিবার সকালে শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত কাশ্মীরে শীতের প্রকোপ ও প্রবল শৈত্যপ্রবাহ বইবে।

শনিবার থেকেই কাশ্মীরে শুরু হয়েছে ৪০দিন ব্যাপী ‘চিল্লাই কালান’। এই সময়টাতে কাশ্মীরে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। প্রতি বছর ২১ ডিসেম্বরে থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই ৪০ দিনকে ‘চিল্লাই কালান’ বলে অভিহিত করেন স্থানীয়রা৷

কাশ্মীর ছাড়াও হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত