[ad_1]
পাবনায় এক কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। এদিন রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার আফজাল হোসেন (৩৮) মালঞ্চীর বিলকোলা গ্রামের আবু বক্কর প্রামাণিকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তি গোপনে ওই এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ঘটনার দিন সে মাদকসহ মালঞ্চীর মাহমুদপুরের একটি বাড়িতে অবস্থান করছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা এক কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।এছাড়া ৬ রাউন্ড গুলিসহ আট চেম্বারের একটি রিভলবার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচআইএন/এএমএ
[ad_2]
Source link