Homeদেশের গণমাধ্যমেপুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের তালিকা করছে বিএসইসি

পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারীদের তালিকা করছে বিএসইসি

[ad_1]

পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সতর্কতা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেইসঙ্গে গুজব রটনাকারীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। আর বিনিয়োগকারীরা রিসার্চ অ্যানালিস্ট ছাড়া অন্য কারো দ্বারা প্ররোচিত হয়ে পুঁজিবাজারে লেনদেন করে প্রতারিত হবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিকে অস্থিতিশীল করতে সম্প্রতি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের অপতথ্য ও গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশিত ও প্রচারিত এসব ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য প্রকৃতপক্ষে সঠিক নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার ও অনলাইন পরিসরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী ইত্যাদিসহ যেকোনো ধরনের অসত্য তথ্য ও গুজব ছড়ানো আইনত শাস্তিযোগ্য অপরাধ। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে এ ধরনের গুজব ও অসত্য তথ্য প্রকাশ কিংবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, গবেষণা ও বিশ্লেষণ লব্ধ তথ্য উপাত্তে ব্যতিত ও যথাযথ বিশ্লেষণ বা অ্যানালাইসিস ব্যতিরেকে পুঁজিবাজারের সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচার বা প্রকাশ থেকে সকলকে বিরত থাকার নির্দেশনা দেওয়া যাচ্ছে। অন্যথায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালিস্টই) রুলস, ২০১৩ এর অধীনে শুধুমাত্র একজন রিসার্চ অ্যানালিস্টই পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে গবেষণা ও অ্যানালাইসিসের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী করতে পারেন। রিসার্চ অ্যানালিস্ট ব্যতিত অন্য কেউ যদি এ ধরনের তথ্য প্রচার করেন বা পূর্বাভাস দেন তার মাধ্যমে আইনের ব্যত্যয় ঘটবে।

গুজব রটনাকারীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা গুজব বা অসত্য তথ্য প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে। যে বা যারা পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়াচ্ছে কিংবা বাজার সম্পর্কে ভিত্তিহীন পূর্বাভাস প্রচারের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে বিএসইসি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীগণকে এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত