[ad_1]
কক্সবাজারে খুলনার (কেসিসি) সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নারীসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসামিরা পুলিশকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. রহমত উল্লাহ।
তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেফতার আসামিরা এলাকায় আধিপত্য, স্থানীয় দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করে। হত্যাকাণ্ডে এক নারীকে (২৪) ব্যবহার করা হয়েছে। গ্রেফতার আরও দুজন হলেন- শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭) ও গোলাম রসুল (২৫)।
এ সময় একটি পিস্তল, ৪টি কার্তুজ, একটি ম্যাগাজিন, একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ, কক্স কুইন রিসোর্টের অতিথি নিবন্ধন পত্র নং-১৮৮৯ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, কক্সবাজার সদর মডেল থানার একটি পুলিশ দল মৌলভীবাজার জেলার জুড়ি থানা এলাকার কাপনা পাহাড়ি চা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা পুলিশকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা পুলিশকে জানিয়েছেন,গত ৮ জানুয়ারি রাত ১১টার দিকে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু (৫৫) গ্রিন লাইন বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন। পরের দিন অর্থাৎ ৯ জানুয়ারি রাত অনুমান সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের হোটেল সিগালের পশ্চিম পাশে ফুটপাতের ওপরে আসামিরা টিপুর মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশের একটি বিশেষ টিম ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ (বুধবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সিগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে। এরপর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ।
আরও পড়ুন:
সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা: সেই নারীসহ তিন জন গ্রেফতার
[ad_2]
Source link