Homeদেশের গণমাধ্যমেপুলিশ-র‍্যাব-আনসারের পোশাক পরিবর্তন শিগগিরই

পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক পরিবর্তন শিগগিরই

[ad_1]

পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। গত বছরের ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে সেটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক অনুমোদন হতে পারে খুব শিগগিরই। ইতোমধ্যে ১৮টি পোশাক পরা পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠক করেছেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনও ৩১ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন। ৩১ জানুয়ারির মধ্যে কেউ বৈধতা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৮ জন। গত ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ নাগরিকদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা তাদের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত