[ad_1]
রাজধানীতে পৃথক ঘটনায় বহুতল ভবন থেকে পড়ে গৃহবধূসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন, খিলগাঁওয়ে গৃহবধূ নাইমুন নাহার মিতু (২০) ও লালবাগে নির্মাণ শ্রমিক মো. নয়ন মিয়া (২২)।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক দুটি মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত নাইমুন নাহার মিতুর শ্বশুর আব্দুল জলিল জানান, খিলগাঁও সিপাহীবাগ এলাকার দুপুর ২টার দিকে একটি সাততলা ভবনের ছাদে কাপড় শুকোতে দেওয়ার জন্য গিয়ে অসাবধানতায় নিচে পড়ে যায় মিতু। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এক বছর আগে সম্পর্ক করে ছেলে সাজেদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় মিতুর। আজ দুপুরে মিতুর শাশুড়ি সুমী বেগম তাকে খাবার খাওয়ার জন্য ডাকেন। এসময় মিতু বলছিল, কাপড়গুলো ছাদে নেড়ে আসছি। এর কিছুক্ষণ পর শুনতে পায়, সে (মিতু) নিচে পড়ে গেছে।
মৃত মিতু কুমিল্লা জেলার লাঙ্গলকোড উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে।
অন্যদিকে, লালবাগ থানাধীন আজিমপুরে একটি নির্মাণাধীন ২০ তালা ভবনের ১৮ তালা ছাদ থেকে পড়ে মো. নয়ন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার সহকর্মী রাহাত জানান, নির্মাণাধীন ভবনে বেলা সাড়ে ১২টার দিকে কাজ করার সময়ে ১৮ তলা থেকে নিচে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়ন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কামাল উদ্দিনের ছেলে।
[ad_2]
Source link