লন্ডনে প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতে ফাইনালের পথে এক পা এগিয়েই ছিল পিএসজি। দরকার ছিল ঘরের মাঠে দ্বিতীয় লেগে শুধু হার এড়ানো।
আজ পার্ক দ্য প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগেও জয়ই তুলেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ফ্যাবিয়ান রুইস ও আশরাফ হাকিমির গোলে পিএসজি আর্সেনালকে হারিয়েছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে আর্সেনালকে বিদায় করে পিএসজি উঠে গেছে ফাইনালে। ৩১ মে মিউনিখের যে ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলান।