প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য পুরস্কার প্রদান ও লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২ মে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ সম্মিলনে সেমিনার, ছড়া ও কবিতা পাঠের আয়োজন করা হয়। সারাদেশ থেকে লেখকরা এ সম্মিলনে অংশ নেন।
লেখক সম্মিলনে অতিথি হিসেবে বিভিন্ন পর্বে উপস্থতি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম, লেখক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, কবি ও কথাসাহিত্যিক মাহবুবা চৌধুরী, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশের প্রকাশক মঈন মুরসালিন।
আরও পড়ুন
সম্মিলনে ৫ জন লেখককে ‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় সুমন সুবহান ও পারভীন শাহনাজ, গল্পে ফজলুল হক মিলন, উপন্যাসে কানিজ ফাতেমা, শিশুসাহিত্যে রুবেল হাবিব।
৬ জন লেখককে ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার’ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—আজীবন সম্মাননায় শিশুসাহিত্যিক আহমেদ জসিম, ছড়া-কবিতায় মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল, গল্পে আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল, ফিচার বা গদ্যে পলি রহমান।
সারাদেশ থেকে লেখক সম্মিলনে অংশ নেন তাহমিনা শিল্পী, এস আফরোজ, আলমগীর খোরশেদ, শারাবান তহুরা, আহমাদ স্বাধীন, মাহবুবা চৌধুরী, শাম্মী তুলতুল, মাহবুবা ফারুক, ফখরুল হাসান ও শেলী সেলিনা প্রমুখ।
এসইউ/এমএস