[ad_1]
এরপর যা হলো, সেটিকে কী বলা যায়? মহাকাব্যিক প্রত্যাবর্তন, অতি ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া শব্দ যুগলেই আবারও আশ্রয় নিতে হলো। কার্লোস আলকারাজ এরপর যা করলেন, সেটি তো মহাকাব্যেই পাওয়া যায়। তিন–তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জিতে নিলেন গেমটি। এরপর গেমটাকে ৬–৬ করে টাইব্রেকারে সেটটি জিতে ম্যাচটিকে নিয়ে গেলেন পঞ্চম সেটে।
আর সেইসেট টাইব্রেকার জিতে ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গের মুকুট ধরে রাখলেন। উন্মুক্ত যুগে ফাইনালে প্রথম দুই সেট হেরেও চ্যাম্পিয়ন হওয়ার নবম কীর্তি গড়লেন টেনিসের ভবিষ্যৎ। আলকারাজ ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন ৪–৬, ৬–৭ (৪/৭), ৬–৪, ৭–৬ (৭/৩), ৭–৬ (১০/২) গেমে। ৫ ঘণ্টা ২৯ মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসলেন আলকারাজ।
বিস্তারিত আসছে…
[ad_2]
Source link