Homeদেশের গণমাধ্যমেপ্রথমার্ধে আমরা ফুটবল খেলিনি: আনচেলত্তি

প্রথমার্ধে আমরা ফুটবল খেলিনি: আনচেলত্তি

[ad_1]

একে তো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। তার ওপর এল ক্লাসিকো। এমন ম্যাচ উত্তেজনা না ছড়িয়ে পারে না। শুরুতে বার্সেলোনা পিছিয়ে পড়েছিল। তার পর আগুনে পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। তাও আবার কাতালানরা সেটা করেছে দশ জনের দল নিয়ে। 

প্রথমার্ধে বার্সার হয়ে গোল করেছেন লামিনে ইয়ামাল, রবের্ত লেভানডোভস্কি, রাফিনহা ও আলেহান্দ্রো বালদে। তার আগে পাঁচ মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। অথচ শুরুর গোলের পর প্রতিপক্ষকে আর চেপে ধরতে পারেনি তারা। বিরতির পর রাফিনহা আরও একবার জাল কাঁপান রিয়ালের। এই অর্ধে রদ্রিগোও একটি শোধ দিয়েছেন। তার পরেও ভাগ্য ফেরাতে পারেনি রিয়াল। ম্যাচের পর লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি দলের সমালোচনা করে বলেছেন, ‘প্রথমার্ধে আমরা কোনও ফুটবল খেলেনি।  আমরা লং বলে হিট করেছি। আসলে এটা মোটেও আমাদের পরিকল্পনায় ছিল না। ছেলেদের বলেছিলেন আমরা হারতে পারি, কিন্তু প্রথমার্ধে যেভাবে খেলেছে, সেভাবে নয়।’

অপর দিকে বার্সার কোচ হিসেবে প্রথম ট্রফি জয়ের স্বাদ নিয়েছেন হান্সি ফ্লিক। যা আবার দলটির এক বছরেরও বেশি সময় পর প্রথম ট্রফি। বার্সা কোচ এখন এই ধারাবাহিকতা সামনেও নিয়ে যেতে চাইছেন, ‘বড় ক্লাবের লক্ষ্যই হচ্ছে শিরোপা জয়। এজন্যই আমরা কঠোর পরিশ্রম করি। এখন আমাদের সেটা পরের ম্যাচেও দেখাতে হবে।’

এই শিরোপা জেতায় চলতি ক্যাম্পেইনে রিয়াল মাদ্রিদকে তৃতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত করেছে বার্সা। তার আগে লস ব্লাঙ্কোস জিতেছে ইউরোপিয়ান সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ। বিপরীতে বার্সেলোনা ১৫তম স্প্যানিশ সুপার কাপ জিতে নিজেদের রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে।  



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত