অনুরাগ কশ্যপ জানিয়েছেন, একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখবেন না তিনি। একটা সিনেমা বানাতে যেমন খরচ হয়, তেমনই খরচ করবেন। মেয়ের পডকাস্টে অনুরাগ বিয়ের খরচ নিয়ে নিজেই বলেন, ‘প্রিটি হিউজ অ্যামাউন্ট’ (বেশ ভালো অঙ্ক) খরচ করতে চলেছেন তিনি। শুনে আলিয়া বলেন, ‘তোমার তো একটা মাত্র সন্তান। আর সে নিশ্চয়ই তোমার সিনেমার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।’ আবার মজা করে এ-ও বলেন, ‘ভয় নেই বাবা, একবারই খরচ হবে।’ছবি: ইনস্টাগ্রাম থেকে