Homeদেশের গণমাধ্যমেপ্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাক্ষাৎ


বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধধর্মীয় নেতারা ও বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

সাক্ষাতের সময় ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় তিনি বলেন, ‘এ বছরের বুদ্ধপূর্ণিমা এমন এক সময়ে এসেছে, যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি প্রাসঙ্গিক।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘এই শুভ দিনে আমি প্রার্থনা করি, মানবজাতির পথচলা হোক বোঝাপড়া, সহমর্মিতা ও আনন্দে উদ্ভাসিত।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত