[ad_1]
প্রকাশিত: ২২:০৯, ২৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২২:০৯, ২৬ ডিসেম্বর ২০২৪

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফাইল ছবি
হাসপাতালে ভর্তি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এ জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়।
৯২ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্বাসকষ্টজনিত কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর: দ্য ওয়াল
২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং। চলতি বছরের শুরুতে রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষে রাজনৈতিক পথচলায় ইতি টানেন তিনি। টানা ৩৩ বছর রাজ্যসভার সাংসদ ছিলেন।
ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। অর্থনীতির অধ্যাপক ছিলেন। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন। তারপর ১৯৯১ সালের জুনে পিভি নরসিং রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। এর চারমাস পর রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।
ঢাকা/এনএইচ
[ad_2]
Source link