Homeদেশের গণমাধ্যমেপ্রভাবশালী সেই নারীর প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে ডিসি

প্রভাবশালী সেই নারীর প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে ডিসি

[ad_1]

বিশ্বের ১০০ প্রভাবশালীর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পাওয়া সেই নারীর কুড়িগ্রামের চিলমারীতে রিক্তা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় জেলা প্রশাসক স্কুলটির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, স্কুলের প্রতিষ্ঠাতা রিক্তা আক্তার বানু, সভাপতি আবু তারিক আলম, প্রধান শিক্ষক শাহিন শাহ প্রমুখ।

অভিভাবক গোলাম বারী, শাহানাজ, আনোয়ার, শাপলা বেগম জানান, প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে এই এলাকার প্রতিবন্ধী শিশুদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, গানবাজনা সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। এই সময় এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ভবন হলে খুবই ভালো হবে।

তারা আরও বলেন, আজকে ডিসি এসেছিলেন স্কুল পরিদর্শনে। আমরা খুবই খুশি। এখন তিনি যদি আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করে প্রতিষ্ঠান উন্নয়নে সহযোগিতা করেন, তাহলে খুব ভালো হবে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিন শাহ বলেন, আমাদের স্কুলে খেলাধুলার উপকরণ, সাংস্কৃতিক যন্ত্রপাতি খুবই কম। আজ ডিসি এসেছিলেন, তিনি আমাদের এসব দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া তিনি একটি ভবনের কথাও বলেছেন। সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের প্রতিষ্ঠানে।

প্রভাবশালী নারী রিক্তা আক্তার বানু বলেন, জেলা প্রশাসক আমাদের চারতলা একটি ভবন দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব সহযোগিতা প্রয়োজন সেগুলো তারা করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, বিবিসির প্রকাশিত ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের মধ্যে রিক্তা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা রিক্তা বানু স্থান পেয়েছেন। তিনি সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। রিক্তা আক্তার বানু তার বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান তানভীন দৃষ্টিমণিকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে নিজেই ২০০৯ সালে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্কুলটিতে তিন শতাধিক বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী পড়ালেখা করছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত