Homeদেশের গণমাধ্যমেপ্রায় অনভিজ্ঞ দল নিয়েও ঢাকা টেস্ট জয়, মারক্রাম যা বললেন

প্রায় অনভিজ্ঞ দল নিয়েও ঢাকা টেস্ট জয়, মারক্রাম যা বললেন

[ad_1]

প্রায় অনভিজ্ঞ আর তরুণ দল নিয়েই ঢাকা টেস্টে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে এশিয়া অঞ্চলে কেটেছে প্রোটিয়াদের জয় খরাও। টেস্ট চ্যাম্পিয়নশিপেও উঠেছে চার নম্বরে। বাংলাদেশের বিপক্ষে দারুণ এই জয়ের পর ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামের কণ্ঠেই ফুটে উঠলো কতটা তৃপ্তি তিনি, ‘আসলেই জয়টা আমাদের জন্য বিশেষ কিছু। তারুণ্যের পাশাপাশি কিছুটা অনভিজ্ঞ আমাদের এই দল। তার পরেও উপমহাদেশে এমন জয় আমাদের জন্য দারুণ কিছু।’

প্রোটিয়াদের জয়ে বড় অবদান ছিল পেসার কাগিসো রাবাদার। ৪৬ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিংয়েই সকালে ৭ উইকেটে ২৮৩ রান থেকে ৩০৭ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। রাবাদা এই টেস্টে ৭২ রানে মোট ৯ উইকেট নিয়েছেন। তার আগে প্রথম ইনিংসে দ্রুততম তিনশ উইকেট শিকারের মাইলফলকও ছুঁয়েছেন। তাকে নিয়ে ম্যাচের পর মারক্রাম বলেছেন, ‘বিগত অনেক দিন ধরে সে আমাদের জন্য সুপাস্টারের ভূমিকায় কাজ করছে। আর তাকে নিয়ে এমন মাইলফলকের কথা যখন উঠে, তখন এটাই প্রমাণ হয় সে মিলিয়নের মাঝে একজন। আমাদের সৌভাগ্য তার মতো একজনকে দলে পেয়েছি।’  

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে প্রোটিয়ারা ১-০তে এগিয়ে গেছে। চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর।    



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত