Homeদেশের গণমাধ্যমেপ্রীতমে মুগ্ধ তিশা

প্রীতমে মুগ্ধ তিশা

[ad_1]

সংগীতশিল্পী প্রীতম হাসানে মুগ্ধ অভিনেত্রী তানজিন তিশা! কেন মুগ্ধ, সেকথাও জানালেন অকপটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। আর সেখানেই প্রীতমের পাশে বসেই তার প্রতি মুগ্ধতার কথা জানান তিশা। ‘ঘুমপরী’তে তানজিন তিশা তিশা বলেন, ‘যখন প্রথম শুনেছিলাম আমার বিপরীতে প্রীতম হাসানকে নেওয়া হয়েছে, আমি শুনেই খুব খুশি হয়েছিলাম। শুধু গানের নয়, আমি ওর অভিনয়েরও ফ্যান ছিলাম। আমরা যারা অভিনয় করি, তাদের সবাই কিন্তু ন্যাচরাল অভিনয় করতে পারেন না, প্রীতম খুব ন্যাচরাল অভিনয় করে। মনেই হয় না, ও অভিনয় করছে। প্রত্যেকটা চরিত্রটা ও খুব সাবলীল্ভাবে উপস্থাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একসঙ্গে খুব কম দৃশ্য ছিল কিন্তু যতটুকু কাজ করেছি আমার খুব ভালো লেগেছে। আমি ওর সঙ্গে কাজ পেরে দারুণ খুশি। আরেকটা ব্যাপার, কাজের ক্ষেত্রে সহ-অভিনেতা খুব গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রীতম খুব হেল্পফুল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।’ ‘ঘুমপরী’র কলাকুশলীরা অন্যদিকে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমশোনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’ ‘ঘুমপরী’তে তানজিন তিশা ও প্রীতম হাসান ট্রেলার দেখে ধারণা করা যায়, তাদের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শকদের।

জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান,  তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন।

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় চরকিতে আসছে ‘ঘুমপরী’।

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত