Homeদেশের গণমাধ্যমেপ্রেক্ষাগৃহে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা

প্রেক্ষাগৃহে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা

[ad_1]

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সার্টিফিকেশন বোর্ড স্বীকৃত দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’। এটি শুক্রবার (২৯ নভেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সিনেমা। এ অভিনেতা বলেন, ‘সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’

তিনি আরও বলেন, ‘সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।’

এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি বলেন, ‘পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ‘ভয়াল’ ছবি দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘‘ভয়াল’ গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত