Homeদেশের গণমাধ্যমেফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত

ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত

[ad_1]


ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৮ ডিসেম্বর ২০২৪  

ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত

নিহত রমজান খান তৌকির ও ইমন খালাসী


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেলে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়ায় বিপরীতদিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইমন খালাসী (২২) ঘটনাস্থলে মারা যায়। রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রমজান খান তৌকিরের (২৩) মৃত্যু হয়। এরা ঘনিষ্ঠ বন্ধু। এলাকার ওয়াজ মাহফিলকে সামনে রেখে এক বক্তাকে দাওয়াত দেওয়ার জন্য এরা মাদারীপুরের শিবচর যাচ্ছিলেন। 

ইমন ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসীর ছেলে এবং রমজান খান তৌকির একই গ্রামের কামরুল খানের ছেলে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আবুল কাশেম (২১) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গার চুমুরদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও রায়পাড়া সদরদী গ্রামের বাসিন্দা জালাল ভুইয়া বলেন, নিহত ইমন খালাসী ভাঙ্গা বাজারের গ্রিলের দোকানের কর্মচারী ছিলেন। তার বাবা অটোভ্যান চালক। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে ইমন বড়। নিহত রমজান খান তৌকিরের বাবা কামরুল খান ভাঙ্গা বাজারে দর্জির কাজ করেন। তৌকির ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজে পড়াশোনা করতেন। তিন ভাইয়ের মধ্যে তৌকির বড়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার দুর্ঘটনার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

ঢাকা/তামিম/বকুল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত