Homeদেশের গণমাধ্যমেফরিদপুর মেডিক্যালে চিকিৎসকের ওপর হামলা অভিযোগে কর্মবিরতি

ফরিদপুর মেডিক্যালে চিকিৎসকের ওপর হামলা অভিযোগে কর্মবিরতি

[ad_1]

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

সোমবার বেলা ১১টায় হাসপাতাল চত্বরে জেলা বিএমএ শাখা এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন চিকৎিসকরা। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিক্যাল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন আক্তার জোদ্দার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচের নামার সময় মোত্তাকিন (২০) নামে এক ইন্টার্ন নার্স তাকে ধাক্কা দেন। এ ঘটনার জেরে আধ ঘণ্টা পরে বহিরাগতদের নিয়ে ওই চিকিৎসকের ওপর হামলা চালান মোত্তাকিন।

এ ঘটনায় মামলা হলে মূল অভিযুক্তের বাবা ও মাসহ তিন জনকে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা। তারা বলেন, ‘হামলার আজ এক সপ্তাহ পার হয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা অতিদ্রুত তাকে গ্রেফতারের দাবি জানাই।’

মানববন্ধনে বক্তব্য দেন– হাসপাতালটির পরিচালক মো. হুমায়ন কবির, মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ (ক্যানসার বিশেষজ্ঞ), সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) মো. ফারুক আহমেদ, ডা. সানিয়াত জামান (বার্ন ও প্লাস্টিক সার্জারি) প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত