[ad_1]
স্থানীয় একজন কর্মকর্তা ইরেনে দিলো বিবিসিকে বলেন, ওই একই কচ্ছপ খেয়ে কিছু কুকুর, বিড়াল ও মুরগিও মারা গেছে। এসব মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
ফিলিপাইনের একটি জনপ্রিয় খাবার হলো আদাবো। এটি অল্প তাপে ভিনেগার ও সয়া সস দিয়ে রান্না করা মাংস ও সবজি।
উপকূলীয় শহর দাতো ব্লাহ সিনসুয়াতের বাসিন্দারা সমুদ্র থেকে তাঁদের খাবার সংগ্রহ করে থাকেন। কর্মকর্তা ইরেনে দিলো বলেন, বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। কারণ, তাঁদের গ্রামে লবস্টার, মাছসহ নানা ধরনের সামুদ্রিক খাবারের প্রাচুর্য রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া বেশির ভাগই ছাড়া পেয়েছেন। মারা যাওয়া তিনজনকে স্থানীয় ঐতিহ্য অনুযায়ী এক সারিতে কবর দেওয়া হয়।
[ad_2]
Source link