Homeদেশের গণমাধ্যমেফিল্ম আর্কাইভে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী

ফিল্ম আর্কাইভে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী

[ad_1]

রাজধানীর ফিল্ম আর্কাইভে প্রদর্শিত হবে তরুণ নির্মাতাদের ৯টি সমসাময়িক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারের জন্য গঠিত জাতীয় সার্চ কমিটির আয়োজনে এবং জাতীয় ফিল্ম আর্কাইভের সহযোগিতায় এই প্রদর্শনী হবে আগামীকাল ১১ ডিসেম্বর।

এক বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানের দিন সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলার প্রজেকশন হলে শুরু হবে আয়োজন। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন চলচ্চিত্রগুলোর নির্মাতা ও কলাকুশলীরা।

আরও পড়ুন:

এদিন প্রদর্শিত হবে মেহেদি হাসানের নির্মিত ‘এ বোরিং ফিল্ম’, বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশ কয়েকটি উৎসব ঘুরে আসা আরিক আনাম খানের ‘ট্রানজিট’, আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাব অবলম্বনে নির্মিত দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’, তাসমিয়াহ আফরিন মৌয়ের স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, তাওকির শাইকের ‘আয়না’, গোলাম রাব্বানীর ‘ছুরত’, জায়েদ সিদ্দিকী পরিচালিত ‘দাঁড়কাক’, আল হাসিব খান আনন্দ নির্মিত ‘ব্রিদিং ইজ আ গিফট’।

এ ছাড়া প্রদর্শনীতে বাংলাদেশে প্রথমবারের মতো দেখানো হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে শাহনেওয়াজ খান সিজু নির্মিত ‘নট আ ফিকশন’।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত