Homeদেশের গণমাধ্যমেফুল-টাকার মালা দিয়ে গ্রামের নতুন মাতব্বরকে বরণ

ফুল-টাকার মালা দিয়ে গ্রামের নতুন মাতব্বরকে বরণ

[ad_1]

ফরিদপুরের ভাঙ্গায় আবুল হাসেম হাওলাদার ওরফে ঠান্ডু (৭১) নামে এক প্রবীণকে গ্রাম্য মাতব্বর হিসেবে ফুল-টাকার মালা দিয়ে বরণ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২০ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি প্রায় দুই শতাধিক পরিবারের প্রতিনিধিত্বকারী প্রধান মাতব্বর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে এক হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।

এ বিষয়ে আবুল হাসেম বলেন, আমার বাবা ছিলেন এই এলাকার মাতব্বর। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এলাকাবাসীর অনুরোধে আমি দায়িত্ব নিয়েছি। জীবিত থাকতে আমি অন্যায়-অত্যাচার সহ্য করব না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ জাগো নিউজকে বলেন, গ্রামের কিছু লোকজন তাকে স্থানীয় মাতব্বর হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানতে পেরেছি। এ কারণে তিনি এমন আয়োজন করেন।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত