[ad_1]
আইনুলের কথার সূত্র ধরে কয়েকজন ক্রেতার সঙ্গে এই প্রতিবেদকের মুঠোফোনে আলাপ হয়েছে। ক্রেতারা বলছেন, তাঁরা অনলাইনে জিনসেংয়ের গুঁড়া কিনেছেন। স্থানীয় ওষুধ বিক্রেতা মাহফুজুল হক বলেন, তিনি আইনুলের কাছ থেকে জিনসেংয়ের গুঁড়া কিনে বিক্রি করেন। স্থানীয় বাজারে শক্তিবর্ধক হিসেবে এর বেশ চাহিদাও আছে।
স্থানীয় কয়েকজন ওষুধ বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জিনসেং ডায়াবেটিস ও ফুসফুস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়া জিনসেং শরীরে থাকা খারাপ কোলেস্টরেলের মাত্রা কমাতেও সাহায্য করে।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ওষধি গাছ হিসেবে জিনসেংয়ের অনেক গুণাগুণ আছে। আইনুল ইসলামের বাড়ির ছাদে জিনসেং চাষের বিষয়টি না জানলেও এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁর মতে, অন্যদের কাছে অনুকরণীয় হতে পারেন আইনুল।
[ad_2]
Source link