ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:১৮, ২ মে ২০২৫
ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়ির পুকুরে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা চাচাতো ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ পড়তে পরিবারের পুরুষরা মসজিদে গেলে নাফিস ও ইয়াছিন গোসল করতে পুকুরে নামে। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে পুকুরে তল্লাশি চালান। একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন তারা। পরে দুই শিশুকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুনন্দা সেন বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।”
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ঢাকা/সাহাব/মাসুদ