Homeদেশের গণমাধ্যমেফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর

ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ার শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর


২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে। শুক্রবার (১৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার এই খবর জানিয়েছে।

শুক্রবার দেওয়ান রাকায়াতে ২০২৫ সালের জন্য মালয়েশিয়ার বাজেট প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি জানান, ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর হবে।

দেশটিতে বর্তমানে ন্যূনতম মজুরি ১ হাজার ৫০০ রিঙ্গিত। আগামী বছর থেকে ২০০ রিঙ্গিত বৃদ্ধির পর তা হবে ১৭০০ রিঙ্গিত।

বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচজনের কম শ্রমিক  আছে এমন নিয়োগকর্তাদের ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ৬ মাসের  বাড়তি সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তারা শ্রমিকদের পূর্ব নির্ধারিত বেতন দিতে পারবেন।

এসময় তিনি আরও বলেন, শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২ হাজার ২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩ হাজার ৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২ হাজার ৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে মানবসম্পদ মন্ত্রণালয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত