Homeদেশের গণমাধ্যমেফের শাকিবের সঙ্গী ওপার বাংলার নুসরাত

ফের শাকিবের সঙ্গী ওপার বাংলার নুসরাত

[ad_1]

প্রকাশিত: ১৬:০২, ২৫ নভেম্বর ২০২৪  

ফের শাকিবের সঙ্গী ওপার বাংলার নুসরাত


দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত কয়েকটি সিনেমা সম্প্রতি আলোচিত হয়েছে। এর মধ্যে অন্যতম ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সুপার হিটের তকমা পেয়েছে। এই নায়কের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’। এই চার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী, বলিউডের সোনাল চৌহান। এবারো যথারীতি শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন টলিউড নায়িকা নুসরাত জাহান। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। আবারো শাকিব খানের সিনেমায় দেখা যাবে নুসরাতকে।

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায়ও দেখা যাবে নুসরাত জাহানকে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় রয়েছেন টলিউডের ইধিকা পাল। ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিং ডিসেম্বরে শুরু হবে। এই সিনেমার আইটেম গানে দেখা যাবে নুসরাত জাহানকে। মুম্বাইয়ে গানটির শুটিংও সেরেছেন তিনি।

কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জাহান বলেন, ‘‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।”

এদিকে, কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত