Homeদেশের গণমাধ্যমেবগুড়ায় আপত্তির মুখে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর পরিবেশনা বাতিল

বগুড়ায় আপত্তির মুখে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর পরিবেশনা বাতিল

[ad_1]

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন প্রথম আলোকে বলেন, কয়েকটি বাম দল যৌথভাবে ‘দিনবদলের মঞ্চ’র বানারে সাতমাথায় মুক্তমঞ্চে বিজয় উৎসবের আয়োজন করে। সেখানে উদীচীর একজন নেতাকে অতিথি করা নিয়ে আপত্তি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাঁদের আপত্তির কারণ, উদীচী সাবেক আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দালাল ছিল। তাদের কাউকে মঞ্চে উঠতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়, উদীচীর ওই ব্যক্তিকে মঞ্চে তোলা যাবে না। আয়োজকেরা সেই অনুযায়ী অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে কমিটি নেই। ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক শাকিব খান প্রথম আলোকে বলেন, ‘দিন বদলের মঞ্চে বিজয় উৎসবে উদীচীর পরিবেশনায় আমরা কোনো বাধা দিইনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অন্য কেউ বাধা দিয়েছেন কী না সেটা আমাদের জানা নেই। পুলিশ ফোন করে জানতে চেয়েছিল, উদীচীর পরিবেশনায় আপত্তি আছে কী না? আমরা জানিয়ে দিয়েছি, উদীচীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, বিজয় উৎসবে তাদের পরিবেশনায় কোনো আপত্তিও নেই।’

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত