Homeদেশের গণমাধ্যমেবগুড়ায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, সব পুড়ে ছাই

বগুড়ায় ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, সব পুড়ে ছাই

[ad_1]

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ইউএনও অফিসের নৈশপ্রহরী সুমন ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায়। পরে অফিসের ভেতর গিয়ে দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ইউএনওকে ফোন দিলে তিনি ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ঘটনাস্থলে পাঠান। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সামছুল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনও অফিস আগুনে জ্বলছিল। অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি বলেন, ‘আশেপাশে তেমন কিছু নেই। তবে বৈদ্যুতিক লাইন আছে। তবে অন্য কারণেই আগুন লাগতে পারে বলে ধারণা করা যায়। তবে সঠিকভাবে তদন্ত করা ছাড়া এ মূহুর্তে কারণ বলা সম্ভব নয়।’

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ‘ওয়াই ফাইয়ের সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নাশকতা বা অন্যকোনো ঘটনা ঘটেনি। আগুনে টিভি, সোফা, এসি, ফ্রিজ, চেয়ার-টেবিলসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনা জানার পরেই তাৎক্ষণিক শিবগঞ্জ ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত