[ad_1]
শ্মশানের তত্ত্বাবধায়ক প্রমোদ সরকার জানান, বৃহস্পতিবার দিনের বেলায়ও শ্মশানের কোনো সমাধিতে মাটি খোঁড়া ছিল না। তাঁর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শ্মশানের ভেতরে প্রবেশ করে গোলাপী সরকারের সমাধিস্থল খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেছে। শুক্রবার সকাল ছয়টায় তিনি জানতে পেরে মৃত ওই নারীর পরিবারের খবর দেন।
গোলাপী সরকারের স্বামী সুরেশ সরকার ও ছেলে রঞ্জিত সরকার বলেন, খবর পেয়ে তিনি এসে দেখেন তাঁর স্ত্রীর সমাধির মাটি খোঁড়া। পরে সমাধিস্থলের গর্ত মাটি দিয়ে ভরাট করেন।
ঘটনা শোনার পর শুক্রবার সকাল সাড়ে আটটায় শ্মশানে গিয়েছিলেন শহরের রামচন্দ্রপাড়ার বাসিন্দা শ্যামল সরকার। তিনি বলেন, গোলাপী সরকারের সমাধিস্থলে গিয়ে দেখেন সমাধির মাটির স্তূপ সরানো। লাশের শরীর পড়ে আছে মাটির নিচে। লাশের মাথা নেই। ধারালো কিছু দিয়ে শরীর থেকে মাথার খুলি কেটে নেওয়া হয়েছে। সমাধিস্থলে একাধিক মানুষের পায়ের ছাপও দেখেছেন তিনি।
[ad_2]
Source link