[ad_1]
ওই সীমান্ত বিজিবির ৫২ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত বিজিবির ওই ব্যাটালিয়নের সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোন প্রথম আলোকে বলেন, গোপালের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কিসের আঘাত, তা বোঝা যায়নি। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করলে বোঝা যাবে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে রওনা দিয়েছে। গহিন জঙ্গল থেকে লাশ নিয়ে পৌঁছাতে তাঁদের আরও অন্তত দেড় ঘণ্টা সময় লাগবে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, তাঁদের টহলদল সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শুনতে পায়নি। তাই কীভাবে এ ঘটনা ঘটল, তা বোঝা যাচ্ছে না।
[ad_2]
Source link