Homeদেশের গণমাধ্যমে‘বড় খেলার’ আগে দুর্দান্ত পারফরম্যান্সে তৃপ্ত হামজা

‘বড় খেলার’ আগে দুর্দান্ত পারফরম্যান্সে তৃপ্ত হামজা

[ad_1]

প্রকাশিত: ১০:১৭, ৫ জুন ২০২৫  

‘বড় খেলার’ আগে দুর্দান্ত পারফরম্যান্সে তৃপ্ত হামজা


ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট। কর্নার থেকে জামাল ভূঁইয়ার বাঁকানো শট। স্পট কিকে জামালের খ্যাতি বেশ। মাপা শট নিতে পারেন। ভুটানের বিপক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে তেমনই এক শট নিলেন। 

জটলা থেকে বেরিয়ে ডি বক্সের ভেতরে হামজা চৌধুরী লাফিয়ে উঠলেন। নিখুঁত হেড করে বল জড়ালেন জালে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই বাংলাদেশি ফুটবলার জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই পেয়েছেন গোলের দেখা। গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, আমার ঘরের মাঠে অভিষেকে গোল করতে পেরে আমি গর্বিত।’’

হামজার শুরুর গোলের পর সোহেল রানা দ্বিতীয়ার্থে ব্যবধান দ্বিগুন করেন। বাংলাদেশ ভুটানকে হারায় ২-০ গোলে। ফিফা র‌্যাংকিংয়ে পিঠাপিঠি অবস্থানে থাকা দুই দলের ম্যাচটি ছিল ফ্রেন্ডলি। বাংলাদেশের জন্য সামনে অপেক্ষা করছে বড় কিছুর। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। যে ম্যাচকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা ছড়িয়ে গেছে অনেকটা। 

ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাসে জ্বালানি পেয়েছে বাংলাদেশ। শেষ রাতের পারফরম্যান্সে তৃপ্ত হামজাও।, ‘‘বড় খেলার আগে ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। উষ্ণ অভ্যর্থনার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ! মঙ্গলবার রাতে দেখা হবে, ইনশাআল্লাহ।’’

হামজার ছোঁয়ায় বাংলাদেশের ফুটবল আকাশে নতুন বাতাস বইছে। ভুটানকে হারিয়ে যে আত্মবিশ্বাস পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা, সিঙ্গাপুরের বিপক্ষেও একই ধারাবাহিকতা থাকলে নিশ্চিতভাবেই বলা যাবে ফুটবলের দিন শুরু। 

ঢাকা/ইয়াসিন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত