Homeদেশের গণমাধ্যমেবনি-কৌশানীর বিয়ের গুঞ্জন | কালবেলা

বনি-কৌশানীর বিয়ের গুঞ্জন | কালবেলা

[ad_1]

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। দীর্ঘ ১১ বছরের সম্পর্কের পর তাদের বিয়ের গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিয়েছে। ইন্ডাস্ট্রিতে জোর চর্চা, আগামী বছরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা জুটি।

তবে বনি এই খবর একেবারেই উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাকে প্রশ্ন করা হয়েছিল কবে বিয়ে করছি, আমি বলেছিলাম এই বছর সম্ভব নয়। আমাদের দু’জনের কাজের চাপ রয়েছে। তাছাড়া আমি সদ্য নতুন ফ্ল্যাট বুক করেছি, সেটি পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত বিয়ে হবে না।’ তার মতে, এই বক্তব্য থেকেই বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, অথচ তাদের মধ্যে এখনো বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি।

এদিকে কৌশানীর ক্যারিয়ার এই মুহূর্তে তুঙ্গে। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’ এবং ‘কিলবিল সোসাইটি’-র মতো প্রজেক্টে কাজ করে তিনি যেমন দর্শকদের মন জিতেছেন, তেমনই তার ছবির গানগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে। বনি নিজেও একাধিক প্রজেক্টে যুক্ত, যদিও কৌশানীর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছেন বলেই মনে করছেন অনেকে।

এই নিয়েই নেট দুনিয়ায় কিছু সমালোচনার মুখে পড়েছেন বনি। অনেকেই দাবি করছেন, তিনি নাকি কৌশানীর সাফল্যে হিংসা করেন। এই প্রসঙ্গে বনি বলেন, ‘এটা নিয়ে আমি শুধু হাসতেই পারি। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। কৌশানী সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছে- এটাই বড় কথা। ওর খারাপ সময়ে পাশে ছিলাম, ভালো সময়ে কেন থাকব না? কারা এসব ভাবছে জানি না, তবে যদি কেউ এসব বলে কিছুটা ভিউ পায়, তাতে তাদের আপত্তি নেই।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত