[ad_1]
টাস্কফোর্স কমিটির সুপারিশ
টাস্কফোর্স কমিটি বলছে, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর বড় প্রতিবন্ধকতার পেছনে কৃষক-শ্রমিকদের দায়ী করার সুযোগ নেই। এ জন্য দায়ী সরকার ও প্রশাসনের ভুল নীতি ও দুর্নীতি। বার্ষিক চাহিদা ২০ লাখ টন ধরলে বর্তমান বাজারদরে বাংলাদেশে চিনির বাজার ৩২ হাজার কোটি টাকার। বর্তমানে পাঁচ থেকে ছয়টি বেসরকারি গ্রুপ রিফাইনারি কারখানা প্রতিষ্ঠা করে বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করে বিভিন্ন ব্র্যান্ডে বাজারজাত করছে।
টাস্কফোর্স কমিটির সদস্যরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলো আখচাষিদের কাছ থেকে এক কেজি আখও কিনবে না। ফলে আখ চাষ শেষ হয়ে যাবে। পাঁচ লাখ চাষি নিঃস্ব হবেন। দেশের চিনি খাত হয়ে পড়বে বিদেশনির্ভর। আর তা নিয়ন্ত্রণ করবে মুষ্টিমেয় চিনি সিন্ডিকেট। দেশের ভোক্তারা আরও অসহায় হয়ে পড়বেন। দেশের চিনিশিল্পকে গড়ে তুলতে আমদানিনির্ভর নীতির পরিবর্তে চিনিকলগুলো সক্ষমতা তৈরি ও স্বদেশনির্ভর চিনিশিল্প গড়ার দাবি জানায় টাস্কফোর্স কমিটি।
[ad_2]
Source link