Homeদেশের গণমাধ্যমেবরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

[ad_1]


বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৪ জানুয়ারি ২০২৫  

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার


বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর বাটার গলির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। 

ওসি মিজানুর রহমান বলেন, “বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মালেক হাওলাদার। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি তার বাটারগলির বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।” 

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। নাম না জানা আসামি করা হয়েছে আরো ৬০০-৭০০ জনকে। ওই মামলায় আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/পলাশ/মাসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত