Homeদেশের গণমাধ্যমেবসতঘরে মিলল মা-ছেলের গলাকাটা লাশ

বসতঘরে মিলল মা-ছেলের গলাকাটা লাশ


সুনামগঞ্জের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে। সকালে বাসার গৃহকর্মী এসে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের ফরিদা বেগম (৪৫) এবং তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সদর থানার ওসি নাজমুল হক।

পুলিশ ও স্বজনদের তথ্যমতে, ফরিদা বেগম তার দুই ছেলেকে নিয়ে পৌর শহরের সদর হাসপাতাল রোডে এসপি বাংলোর পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সকালে বাসায় গৃহকর্মী এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে সবাই মিলে দরজা খুলে মা-ছেলের গলাকাটা লাশ এবং পাশে রক্তমাখা দা দেখতে পান।

এ সময় বাসার আরেক বাসিন্দা নার্গিস বেগমকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও ফরিদার বড় ছেলে ফয়সাল এবং নার্গিসের ছোট ভাই সে সময় বাসায় ছিলেন না।

সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান পরিচালনা করছে পুলিশ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত