[ad_1]
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠের খবর অনুযায়ী, গত ৯ অক্টোবর গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে তাঁর দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর নিয়োগপত্র দেন। এর এক দিন পর ১০ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পান শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন।
রমজান আলী প্রথম আলোকে বলেন, গত ৯ অক্টোবর তাঁদের বাড়িতে এসে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন তাঁদের দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন। তাঁকে করা হয়েছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ কর্মকর্তা ও তাঁর ছোট ভাই আবু হোসেনকে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ কর্মকর্তা। তাঁদের কর্মস্থল বলা হয়, রংপুরে; কিন্তু কী কাজ, তাঁরা জানেন না। তাই তাঁরা কর্মস্থলে যোগদান করেননি। ৮ নভেম্বর তাঁরা বসুন্ধরা গ্রুপের ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
আবু হোসেন বলেন, তাঁরা ৮ নভেম্বর বসুন্ধরা গ্রুপের ই-মেইলে পাঠালেও ১০ নভেম্বর কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পদত্যাগপত্র পাঠান। মঙ্গলবার রেজিস্ট্রি করে ডাকযোগেও পদত্যাগপত্র পাঠানো হয়।
[ad_2]
Source link