[ad_1]
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে ঘটনাবলির সঙ্গে ‘পতিত স্বৈরাচারের’ যোগসূত্র আছে বলে মনে করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘অন্য একটা সংগঠন সম্প্রতি যা করছে, আমি নামও নিতে চাই না। তাদের (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন) দুনিয়ার বিভিন্ন দেশে শাখা আছে। জিজ্ঞাসা করেন, বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে, লংমার্চের ঘোষণা দেয়, এই ধরনের আন্দোলন করে?’
এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কেন এখানে করা (আন্দোলন) হয় এবং কেন এত বছর ধরে যে নিপীড়ন-নির্যাতন চলেছে, তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী) পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে?’
[ad_2]
Source link