[ad_1]
এক বছরের বেশি যে আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে নেই মালদ্বীপ, সেই ছাপ কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা যায়নি। আলি ফাঁসিরের হেডে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। শনিবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে দ্বীপদেশটি। তবে বাংলাদেশ যে মরিয়া হয়ে মাঠে নামবে তা অজানা নয় তাদের। তাই সন্ধ্যা ৬টায় কিংস অ্যারেনার ম্যাচটিতে সতর্ক হয়ে লড়াইয়ে নামার অপেক্ষায় মালদ্বীপ।
আলী সুজেইনের অধীনে মালদ্বীপ প্রথমবার বাংলাদেশের মাঠে ম্যাচ জিতেছে। তাদের এমন ইতিহাস গড়ার পর আনন্দ ছিল দেখার মতোই। দীর্ঘ কেশের অধিকারী সুজেইন সতর্ক হয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। আমরাও সাবধানী। এর জন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।’
রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিনকে আলাদা দৃষ্টিতে দেখছেন মালদ্বীপ কোচ, ‘ফরোয়ার্ড পজিশনে এদের খেলা চোখে পড়েছে। বাংলাদেশ আগের ম্যাচে সুযোগ পেয়েছে কিন্তু গোল পায়নি। তবে কাল আরও মরিয়া হয়ে খেলার চেষ্টা করবে। আমাদেরও সেভাবে লড়াই করতে হবে। আমরা প্রস্তুত।’
সুজেইনের কথার উত্তাপ টের পাওয়া গেল রাকিব হোসেনের কণ্ঠে। বাংলাদেশের এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচে ভুল করেছি। গোলের সুযোগ পেয়েও পারিনি জাল কাঁপাতে। এবার আর কেউ ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। আশা করি গোল পাবো। নিজেদের মাঠে জয় নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’
[ad_2]
Source link