Homeদেশের গণমাধ্যমে‘বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে’

‘বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে’

[ad_1]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে। এ দেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নতুন করে গড়ে উঠবে। যেই গণতান্ত্রিক দেশ গড়ার জন্য ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, দেশ পরিচালনা করতে গেলে সঠিক নাগরিক হতে হবে। নইলে দেশ পরিচালনা সম্ভব হবে না। লেখাপড়া না করে দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে, আবার সেই ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে।

তিনি বলেন, সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনশত জনপ্রতিনিধি সংসদে পাঠানো। তারা জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে।

পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন বোর্ড অফ ট্রাস্টি অ্যাডভোকেট রোকসানা খন্দকার, ড. মঈন খানের মেয়ে নওশিন খান, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত