Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার : আব্দুস সালাম

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার : আব্দুস সালাম

[ad_1]

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে সমতার। এই সম্পর্ক হবে জনগণের সঙ্গে, কোনো সুনির্দিষ্ট দলের সঙ্গে নয়। ভারত যদি বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে এ দেশের জনগণেরও সহযোগিতা পাবে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ভারত যদি এ দেশে কোনো রকম হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। সম্পর্কের ক্ষেত্রে এ বিষয়টি তাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমনে শেখ হাসিনা তাদের ওপর গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। পরে গণঅভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচার হতে হবে।

এ সময় স্বাধীনতাযুদ্ধে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের ভূমিকা তুলে ধরেন এই মুক্তিযোদ্ধা।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য দেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত