Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশে ইকোফ্লোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসিআই মোটরস

বাংলাদেশে ইকোফ্লোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসিআই মোটরস


গ্লোবাল নাম্বার ওয়ান পোর্টেবল পাওয়ার সল্যুশন ব্র্যান্ড ইকোফ্লো বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এসিআই মোটরস এই লিডিং টেক কোম্পানির একমাত্র পরিবেশক হিসেবে চুক্তি সম্পাদন করেছে।

এসিআই মোটরস লিমিটেড, গত ২৫ মে এসিআই সেন্টার, তেজগাঁওয়ে এক জমকালো আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোফ্লো সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর শ্যারন লি এবং রিজিওনাল সেলস ম্যানেজার রজার পেং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. সুব্রত রঞ্জন দাস এবং চিফ বিজনেস অফিসার, মি. আসিফ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ইকোফ্লোর স্মার্ট, পরিবেশবান্ধব এবং পোর্টেবল শক্তি সমাধানসমূহ এখন থেকে বাংলাদেশের ভোক্তারা সহজেই গ্রহণ করতে পারবেন। এসিআই মটরস এর দক্ষ বিপণন নেটওয়ার্কের মাধ্যমে ইকোফ্লোর পণ্যসমূহ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। বিশেষ করে রিনিউএবল এনার্জি ও অফ-গ্রিড সলিউশন খাতে এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

ড. এফ এইচ আনসারী বলেন, বাংলাদেশে বিকল্প শক্তি ব্যবস্থার চাহিদা দিন দিন বাড়ছে। ইকোফ্লোর বিশ্বমানের প্রযুক্তি ও এসিআই মটরসের বাজার অভিজ্ঞতা একসাথে মিলে এই খাতে টেকসই পরিবর্তন আনতে সক্ষম হবে।

সুব্রত রঞ্জন দাস বলেন, এসিআই মটরস সবসময় উদ্ভাবনী ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং ইকোফ্লো-এর সাথে আমাদের সহযোগিতা দেশের শক্তি খাতের উন্নয়নে একটি নতুন অধ্যায় শুরু করবে।

এছাড়াও শ্যারন লি বলেন, আমরা বাংলাদেশে আমাদের পথচলা শুরু করতে পেরে গর্বিত। এখানকার জনগণকে সাশ্রয়ী ও আধুনিক বিদ্যুৎ সমাধান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ইকোফ্লোর পণ্যসমূহে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন, সৌর প্যানেল এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি নির্ভর শক্তি সলিউশন যা দেশের দূরবর্তী অঞ্চল এবং জরুরি প্রয়োজনীয়তার সময় বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসিআই মোটরস এবং ইকোফ্লোর এই অংশীদারত্ব বাংলাদেশে প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও স্বয়ংসম্পূর্ণ শক্তি ব্যবস্থার দিকেই একটি দৃঢ় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত