[ad_1]
সংগঠনটি বলছে, শহীদুল ইসলামের ওপর হামলা হয়েছে ৮ নভেম্বর। সেদিন অজ্ঞাত প্রায় ৩০ জন খুলনার রূপসায় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা করে। শহীদুল ইসলাম খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক ও নিউজ২১ বাংলা টিভির জেলা প্রতিনিধি। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলায় গুরুতর আহত হয়েছেন শহীদুল ইসলাম। এরপর ১৫ নভেম্বর তাঁর ওপর আবারও হামলা হয়।
আইএফজে বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি কালের কণ্ঠের সাংবাদিক মোহাম্মদ জুনায়েদ শেখের ওপর হামলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৭ নভেম্বর ছাত্রদলের কিছু সদস্য তাঁর ওপর হামলা চালান। জুনায়েদ শেখ জানান, ছাত্রদের মধ্যে মারামারির ভিডিও ধারণের সময় ছাত্রদল সদস্যরা তাঁর ওপর হামলা করেন। সাংবাদিক পরিচয় দিলেও কাজ হয়নি। তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন তাঁরা।
[ad_2]
Source link