Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশ পুনর্গঠনের সুযোগ যেন অবহেলা না করি: মাহফুজ আলম

বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ যেন অবহেলা না করি: মাহফুজ আলম

[ad_1]

লাখো শহীদের রক্ত ও অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের যে নতুন সুযোগ এসেছে তাতে যেন কোনোভাবে অবহেলা না হয় সেই বিষয়ে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।

মাহফুজ আলম বলেন, দেশবাসী সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শহীদ, আহত এবং যারা বিভিন্ন উপায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন সবাইকে সশ্রদ্ধ সালাম। 

তিনি বলেন, ৭১ এর পরে আমরা একটা মুজিববাদী ব্যবস্থার ভেতর দিয়ে গিয়েছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের কারণে সেই বন্দোবস্ত নষ্ট হয়েছে। যেই বন্দবস্তের কারণে বাংলাদেশ পিছিয়ে ছিল, বাংলাদেশের মানুষ বাকস্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক এবং মৌলিক মানবধিকারগুলো পায়নি, আমরা আশা করি এই ব্যবস্থার রদবদল হবে। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। এবং এই স্বাধীনতা তারা রক্ষা করবে।

উপদেষ্টা বলেন, আমরা জনগণকে আহ্বান জানাই, এবার যে বিজয় অর্জিত হয়েছে, দুই হাজারের ওপরে শহীদ এবং ৫০ হাজারের কাছাকাছি মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে। ৩০ লাখ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ৭১ এ যে রাষ্ট্র পেয়েছিলাম। এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ পেয়েছি। সেই সুযোগে যেন আমরা কোনোভাবে অবহেলায় না করি। এক্ষেত্রে দ্বায়িত্বশীল আচরণ করি সব- রাজনৈতিক দল এবং মানুষ।

তিনি আরও বলেন, আমরা এবারের বিজয় দিবস স্বাধীন-মুক্তভাবে উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি, বাংলাদেশের মানুষ এই স্বাধীনতা ধরে রাখুক। জনগণ আমাদের সঙ্গে থাকুক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত