Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশ–ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ

বাংলাদেশ–ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ

[ad_1]

দেশের ৯টি স্থলবন্দরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দুই দেশের মধ্যে মানুষ যাতায়াত তিন ভাগের দুই ভাগে নেমে এসেছে। চলতি বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৮ লাখ ৯২ হাজার ১১৭ জন দুই দেশে যাতায়াত করেছেন। গত বছর একই সময়ে যা ছিল ১২ লাখ ১৩ হাজার ৯১৫ জন।

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১৯ হাজার ৮৫০ জন যাতায়াত করেছেন। গত বছরের একই সময়ে যা ছিল ২৭ হাজার ৭২১ জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে চলতি বছরের চার মাসে যাতায়াত করেছেন ৭১ হাজার ৬৯৯ জন। গত বছর একই সময়ে যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৪১৭ জন।

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়েও যাত্রী যাতায়াত কমেছে। নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক সদস্য জানান, এখন যাঁরা ভারতে যাচ্ছেন, তাঁদের প্রায় সবাই ৫ আগস্টের আগে ভিসা পেয়েছেন। অবস্থা দেখে মনে হচ্ছে ১৫ ডিসেম্বরের মধ্যে বেশির ভাগ যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।

গত সোমবার সকালে দুই ঘণ্টা অবস্থান করে বিবিরবাজার স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে অন্তত ১০ জন বাংলাদেশিকে পারাপার হতে দেখা গেছে। ৫ আগস্টের পর ভিসা পেয়েছেন এমন কোনো বাংলাদেশিকে এই সময়ে পারাপার হতে দেখা যায়নি।

বিবিরবাজার কাস্টমস স্টেশনে কথা হয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের জাকির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ছয় মাস আগে ভিসা পেয়েছি। আর তিন দিন মেয়াদ বাকি আছে। তাই আগরতলা ঘুরতে যাচ্ছি। অন্যান্য সময়ের মতোই যাওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না।’

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা]

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত