Homeদেশের গণমাধ্যমেবাঙলা কলেজে ফের ডাইনিং চালু, শিক্ষার্থীদের সন্তোষ

বাঙলা কলেজে ফের ডাইনিং চালু, শিক্ষার্থীদের সন্তোষ

[ad_1]


বাঙলা কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২০ নভেম্বর ২০২৪  

বাঙলা কলেজে ফের ডাইনিং চালু, শিক্ষার্থীদের সন্তোষ

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাঙলা কলেজে ডাইনিং ব্যবস্থা চালু হয়েছে। ছবি: রাইজিংবিডি


দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ নভেম্বর থেকে আবারও ‘ডাইনিং ব্যবস্থা’ চালু করেছে সরকারি বাঙলা কলেজ কর্তৃপক্ষ। এতে করে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা নির্দিষ্ট মূল্যে সুষম খাবার খেতে পারছেন।

নতুন করে ডাইনিং চালু হওয়ায় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, ডাইনিংয়ে ৫৫ টাকায় প্রতি বেলায় খাবার সরবরাহ করা হচ্ছে। 

প্রিন্সিপাল আবুল কাশেম ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, এতদিন ডাইনিং বন্ধ থাকায় শীতের মধ্যে বাইরে গিয়ে খেতে হতো, যা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তারওপর খাবারের দামও শিক্ষার্থীদের নাগালের বাইরে ছিল। ডাইনিং চালু করার উদ্যোগটি ভালো লেগেছে। শিক্ষার্থীদের কষ্ট লাঘব করায় হল প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।  

বাঙলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান জানান, শিক্ষার্থীদের সকল প্রকার সংকট নিরসনে কলেজ প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে।

ঢাকা/সাইফুল/এনএইচ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত