Homeদেশের গণমাধ্যমেবাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-জামিল

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-জামিল


বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক অধ্যাপক সায়মা ফিরোজ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান সাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোদাচ্ছের হোসেন জামিল। এই ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক শাহনাজ কাউসার পপি, সংগঠনের সাবেক সভাপতি জাফর ইকবাল এবং সাবেক সাধারণ সম্পাদক ইহ্তি শামুন।

এর আগে, একই দিন অনুষ্ঠিত হয় বিসিডিএস আয়োজিত ৭ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতার্কিক দল। রানারআপ হয় রসায়ন বিভাগের দল।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহদাত হোসেন এবং বিসিডিএসের সাধারণ সম্পাদক ইহ্তি শামুন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাফর ইকবাল।

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও সনদপত্র তুলে দেন বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রায় শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বাঙলা কলেজ শাখার আহ্বায়ক মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি একেএম মুক্তাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিসিডিএস ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত কমিটি

সভাপতি : রোকনুজ্জামান সাদী
সহসভাপতি : হুসাইন আহমেদ মারজান
সহ সাধারণ সম্পাদক : রাবেয়া বর্শিরী সাদী
সাংগঠনিক সম্পাদক : মো. তানভীর উদ্দিন খান
অর্থ সম্পাদক : তাসমিয়া তামিম
দপ্তর সম্পাদক : শওকত জামিল
সহ দপ্তর সম্পাদক : উম্মে হাবিবা
প্রযুক্তি ও প্রচার সম্পাদক : মো. আবু বকর সিদ্দীক
অনুষ্ঠান সম্পাদক : বুশরা জান্নাত বৈশাখী
কার্যনির্বাহী সদস্য : আমানুল্লাহ, ফারজানা মীম, গাজী মো. খালিকুজ্জামান, মো. সাজ্জাত হোসেন, মো. মাহমুদুল হাসান মামুন, মো. শামীম মিয়া, ইসলাম ফকির।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত